অ্যান্ড্রয়েড স্টুডিও এন্ড জাভা জেডিকে ইন্সটলাইজেশন (Android Studio & Java JDK Initialization)

Jahid Hasan
4 min readNov 5, 2021

--

জাভা জেডিকে ইনস্টল

চলুন এবার আমরা ইনস্টল করা শুরু করে দেই। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো জাভা জেডিকে। নিচের এই লিংক থেকে জেডিকে টি ডাউনলোড করে নেই।

https://www.oracle.com/java/technologies/javase/javase-jdk8-downloads.html

ডাউনলোড করা শেষ হয়ে গেলে নিচের স্টেপ গুলোর মতো করে জেডিকে সেটআপ করিঃ

স্টেপ ১: next বাটন এ চাপ দেই

স্টেপ ২: ডিফল্ট পাথ সিলেক্ট করা আছে যদি পরিবর্তন না করি তাহলে নেক্সট বাটন এ চাপ দেই আর না হলে পাথ পরিবর্তন করেই নেক্সট বাটন এ চাপ দেই।

স্টেপ ৩: জেডিকে যদি সফল ভাবে ইনস্টল হয়ে থাকে তাহলে এই রকম মেসেজ প্রদর্শন হবে। তারপর close বাটন এ চাপ দিয়ে ইনস্টল শেষ করতে হবে।

স্টেপ ৪: এবার পাথ এ গিয়ে অথবা জাভা যেখানে ইনস্টল হয়েছে সেখানে গিয়ে bin নামক ফোল্ডার এ গিয়ে এর পুরো পাথ কপি করতে হবে।

স্টেপ ৫: এবার উইন্ডোস এর সার্চ বার এ গিয়ে সার্চ দিতে হবে environment variables। এরপর উপরের ছবির মতো উইন্ডো আসলে environment variables বাটন এ চাপ দিতে হবে।

স্টেপ ৬: এবার path নামক অপশন এ ক্লিক করে এডিট এ চাপ দিতে হবে।

স্টেপ ৭: এবার new বাটন এ চাপ দিয়ে উপরের ছবির মতো যে পাথ কপি করেছিলাম সেটা পেস্ট করে দিয়ে ok বাটন এ চাপ দিতে হবে।

স্টেপ ৮: অনেক প্রোগ্রাম JAVA_HOME নামক ভ্যারিয়েবল requirement করে দিয়েছে তাই আমাদের JAVA_HOME তৈরী করতে হবে। উপরোক্ত ছবির মতো নিউ বাটন এ চাপ দিলে এরকম উইন্ডো আসবে এবং জাভা জেডিকে ফোল্ডার এর পাথ কপি করতে হবে এবং ছবির মতো পেস্ট করে জাভা_হোম ভ্যারিয়েবল তৈরী করতে হবে।

ব্যাস হয়ে গেলো জাভা জেডিকে ইনস্টল করা। এবার আমরা যদি চেক করতে চাই যে আমাদের জাভা জেডিকে ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা তাহলে আমাদের উইন্ডোস এর cmd তে গিয়ে যদি আমরা java — version লিখে এন্টার করি তাহলে যদি জাভা এর ভার্সন প্রদর্শন করে তাহলেই বুঝে নিতে হবে জাভা জেডিকে ঠিক মতো সেটআপ দেওয়া হয়েছে। অথবা যদি কোনো রেজাল্ট না আসে বা ভার্সন প্রদর্শন না করে তাহলে ভালোমতো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেটআপ করতে হবে। এতেও যদি না হয় তাহলে অভিজ্ঞ কাওকে দিয়ে করিয়ে নিতে হবে।

অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল:

নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও টি ডাউনলোড করে নেই।

https://developer.android.com/studio

পরবর্তী ধাপে যাওয়ার জন্য next বাটন এ চাপ দেই।

যদি আমরা virtual device সহ ইন্সটল করতে চাই তাহলে Android virtual device এ চেক মার্ক এ টিক দিয়ে দিতে হবে। আমি বলবো টিক না দিতে কারন আমরা এখানে অন্য ভার্চুয়াল ডিভাইস ব্যাবহার করবো।

এবার আমরা যদি চাই আমাদের কাস্টম ফোল্ডার এ ইন্সটল করবো তাহলে আমরা চাইলে পাথ পরিবর্তন করে দিতে পারবো। আর যদি ডিফল্ট পাথ এ ইন্সটল করতে চাই তাহলে আমরা next বাটন এ চাপ দিবো । এভাবেই আমরা নেক্সট এবং ইন্সটল এ চাপ দিয়ে আমাদের সফটওয়্যার টি ইন্সটল করবো। সফল ভাবে ইন্সটল করা হলে আমাদের নিচের উইন্ডো এর মত উইন্ডো প্রদর্শন করবে।

আমাদের আগে যদি android studio ইন্সটল করা থাকে এবং যদি আগের কনফিগারেশন করা ফোল্ডার থাকে তাহলে আমরা ইন্সটল করা ফোল্ডার তা সিলেক্ট করে দিবো আর যদি না থাকে তাহলে আমরা Do not import settings সিলেক্ট করবো এবং ওকে বাটন এর ক্লিক করবো।

এবার আমরা পাশের মত একটা উইন্ডো দেখতে পাবো। এবং আমরা নেক্সট বাটন এ ক্লিক করবো।

এভবেই আমরা নেক্সট বাটন ক্লিক করে পরবর্তী ধাপ এ যাব। এখানে আমাদের কিছু ফাইল / প্যাকেজ ডাউনলোড হবে তাই কিছুক্ষণ দেরি হতে পারে। আপনার ইন্টারনেট এর গতি যদি ভাল হয় তাহলে তারাতারি হবে।

সব ইন্সটল হবার পর আমরা আগেই কোন প্রোজেক্ট তৈরি করবনা কারন এবার আমরা একটি ভার্চুয়াল ডিভাইস ইন্সটল করবো আমাদের Android Studio এর অ্যাপ গুলা রান করে দেখার জন্য। এই ক্ষেত্রে আমরা Nox Player ইন্সটল করবো। এর কারন হচ্ছে যে Android Studio তে যে ভার্চুয়াল ডিভাইস থাকে সেটি অনেক Ram ব্যাবহার করে থাকে। এতে দেখা যায় এ অ্যাপ ডেভেলপ করার সময় আমরা যদি ভার্চুয়াল ডিভাইস টি অন করি তাহলে আমাদের পিসি তে Ram কম থাকলে পিসি স্লো হয়ে যায়। এতে আমাদের অ্যাপ ডেভেলপ করতে অনেক সমস্যা হয়। এই জন্য আমরা এখানে Nox Player ইন্সটল করবো যাতে আমরা অল্প Ram ওয়ালা পিসি তেও ভাল ভাবে আপ্ ডেভেলপ করতে পারি।

নক্স প্লেয়ার ইনস্টল এবং এন্ড্রোইড ষ্টুডিও তে সেটআপ (Nox Player Setup With Android Studio) | by Jahid Hasan | Nov, 2021 | Medium

--

--