নক্স প্লেয়ার ইনস্টল এবং এন্ড্রোইড ষ্টুডিও তে সেটআপ (Nox Player Setup With Android Studio)

Jahid Hasan
2 min readNov 5, 2021

--

প্রথমে আমরা নিচের লিঙ্ক এ গিয়ে নক্স প্লেয়ার টি ডাউনলোড করে নিবো।

https://www.bignox.com/

এবার আমরা উপরের মতই নেক্সট নেক্সট ইন্সটল এ চাপ দিয়ে নক্স প্লেয়ার টি ইন্সটল দিয়ে দিব। আমি জানি আপ্নারা অনেক বুদ্ধিমান তাই এবার আর আমি আপনাদের নক্স প্লেয়ার ইন্সটল করা দেখালাম না কারন আমি জানি আপ্নারা পারবেন। আর যদি নক্স প্লেয়ার ইন্সটল করতে আপনাদের কোন সমস্যা হয় তাহলে গুগল, ইউটিউব এ ভিডিও দেখে নিন অথবা আপনার কোন বড় ভাই, শিক্ষক যেই থাকুক তাকে দিয়ে নক্স প্লেয়ার টি ইন্সটল দিয়ে নিন।

নক্স প্লেয়ার টি ইন্সটল দেওয়ার পর এবার আমাদের নক্স প্লেয়ার টার সাথে আমাদের Android Studio এর কানেক্ট করতে হবে। তাহলে আসুন আমরা শুরু করি।

উপরের ছবির মত প্রথমে আমাদের নিচের ফোল্ডার এর ভিতর যেতে হবে।

C:\Users\vdjso\AppData\Local\Android\Sdk\platform-tools

এখানে আপনার যা ইউজার নেম আপনার পিসি তে যা দেওয়া আছে সেই ফোল্ডার এর ভিতর এই পাথ পাবেন। হতে পারে আপনার পিসি তে এই ফোল্ডার হাইড করা আছে তাই আপনি হাইড ফোল্ডার দেখার অপশন টা সিলেক্ট করে নিন।

এবার এই ফোল্ডার থেকে আপনাকে:

Adb.exe

AdbWinApi.dll

AdbWinUsbApi.dll

এই তিন টি ফাইল কপি করতে হবে। এবং নিচের দেওয়া ফোল্ডার / নক্স প্লেয়ার যেখানে ইন্সটল হয়েছে সেখানে গিয়ে পেস্ট করতে হবে ।

C:\Program Files (x86)\Nox\bin

এই ফোল্ডার এ গিয়ে আপনাকে উপরের কপি করা ফাইল গুলো পেস্ট করতে হবে। পেস্ট করার সময় আপনার কাছে রিপ্লেস করার পারমিশন চাইতে পারে যদি চায় তাহলে পারমিশন দিয়ে দিবেন। পেস্ট করার পর ই আমাদের নক্স প্লেয়ার এর সাথে আমাদের Andoid Studio এর কানেক্ট হয়ে যাবে।

বিদ্রঃ নক্স প্লেয়ার চালু থাকলে ফাইল পেস্ট নাও করা যেতে পারে এতে নক্স প্লেয়ার টি অফ করে নিন। এতে যদি না হয় পিসি রিস্টার্ট দিয়ে তারপর পেস্ট করুন।

--

--